প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা বাসদ অফিসে জেলা সিপিবি’র সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা বাসদ’র সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ আল ক্বাফী রতন, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড উজ্জ্বল রায়, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, জেলা বাসদ (মার্কসবাদী)’র সংগঠক কমরেড শফিকুল ইসলাম, জেলা সিপিবি’র সদস্য ও চুনারুঘাট উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুর রশিদ, জেলা সিপিবি’র সদস্য ও বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলী, জেলা বাসদ নেতা ও চুনারুঘাট উপজেলা শাখার সমন্বয়ক কমরেড মুজিবুর রহমান ফরিদ, জেলা বাসদ নেতা কমরেড হুমায়ূন খান, জেলা সিপিবি’র সদস্য কমরেড ইমদাদুল হোসেন খান, বাসদ ইমামবাড়ী শাখার নেতা ডাক্তার সুনীল রায়, জেলা ছাত্র ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ, শ্রমিক নেতা সাহেব আলী, চা শ্রমিক নেতা বীরেন শিকদার, ছাত্র ফ্রন্ট নেতা সোহেল প্রমূখ। বক্তারা চলমান আওয়ামী দুঃশাসনের অবসান ঘটাতে এবং অতীতের বিএনপি-জামায়াতের দুঃশাসন যাতে ফিরে না আসতে পারে এজন্য বাম গণতান্ত্রিক জোটকে শক্তিশালী করার আহবান জানান।