শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক প্রজিত কুমার, শ্রেষ্ট এএসআই তোহা

  • আপডেট টাইম বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ কাজের অভিন্ন মানদন্ডের আলোকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মনোনীত হয়েছেন বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস। এ ছাড়া একই থানার শ্রেষ্ট এএসআই মনোনীত হয়েছেন মোঃ তোহা। ৭ সেপ্টেম্বর দুপুর ১ টায় হবিগঞ্জ পুলিশ সুপার মুরাদ আলী মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেন। হবিগঞ্জ জেলার পুলিশ লাইন্স মাসিক কল্যাণ সভায় অভিন্ন মানদন্ডের আলোকে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় কর্মরত অফিসার‘দেরকে পুরস্কৃত করার রেওয়াজ চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত আগস্ট মাসে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মনোনীত হয়েছিলেন মোহাম্মদ এমরান হোসাইন। হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় উপজেলা বানিয়াচং। হাওরবেষ্টিত উপজেলায় রয়েছে ১৫টি ইউনিয়ন। উপজেলার আইন-শৃংখলার উন্নয়নে বানিয়াচং থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে বলেই পুরস্কার প্রাপ্তি ঘটেছে বলে সুধী মহল মনে করছেন। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন বলেন, চোর-ডাকাত, মাদক ব্যাবসায়ী এবং বিভিন্ন ধরনের অপরাধী কোন ধরনের ছাড় পাচ্ছেনা। সকল ধরনের অপরাধীকে পাকড়াও করে আইনের হাতে সোপর্দ করা হচ্ছে। অত্র উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতায় বানিয়াচংকে দাঙ্গা, মাদক ও সকল ধরনের অপরাধ থেকে মুক্ত করে একটি শান্তির জনপদ হিসেবে স্থাপন করতে আমাদের থানা পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। যে কোন ভালো কাজে পুরস্কারপ্রাপ্তি অবশ্যই কাজের স্পৃহা বাড়িয়ে তুলে। আমরা আনন্দিত। এ ধারাবাহিকতা যেন বজায় রেখে আরো বেশী বেশী কাজ করে যেতে পারি। এজন্য সকল মহলের আন্তরিক সহযোগিতাও চেয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com