স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, জিয়াউর রহমান ফিল্ডে এসে যুদ্ধ করেছেন এ ইতিহাস জানা নেই। বিএনপি প্রমাণ করুক যে জিয়াউর রহমান পাকিস্তানীদের বিরুদ্ধে এই যুদ্ধে অংশ গ্রহন করেছেন। তিনি গতকাল রবিবার দুপরে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যালয়ের হলরুমে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ উদ্যোগে সড়ক পরিবহন সেক্টরে বিদ্যমান সমস্যার প্রেক্ষিতে আয়োজিত মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে মতবিনিময় সভায় শাজাহান খান এমপি আরো বলেন, বিএনপি-জামাত সরকারের আমলে পরিবহন শ্রমিকদের হত্যা করা হয়েছিল। দেশের বিভিন্ন স্থানে স্ট্যান্ড দখল করে চাঁদা উত্তোলন করা হয়েছিল। বর্তমান সরকারের আমলে কোথায় পরিবহন স্ট্যান্ড দখল করা হয়নি। করোনাকালীন সময়ে পরিবহন চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত শ্রমিক সরকারি পনোদনার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইবো। তিনি আরো বলেন-যেসব এলাকার সড়কে চাদাবাজী হচ্ছে সেখানকার চাঁদাবাজী বন্ধ করতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শ্রমিকদের কোন ধরণের হয়রানী করা যাবে না। পরিবহন শ্রমিকদের কোথায় বেআইনি ভাবে হয়রানী করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন-কোন শ্রমিকরা আইনের বাহিরে যেতে পারবেন না। শ্রমিকদের আইন মেনে চলতে হবে। মহাসড়কে অবৈধ সিএনজি অটো-চলাচল বন্ধ করতে হবে। এছাড়া তিনি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদার। বক্তব্য রাখেন হবিগঞ্জ মটর গ্রুপের সেক্রেটারী শংখ শুভ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনুর মিয়া, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন খান, জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সহ-সভাপতি আব্দুল ওয়াহাব বাবুল, মনিরুল রহমান লিটন, হাজী জিতু মিয়া, শাহজাহান মিয়া, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক দিরাদিছ মিয়া, কোষাধ্যক্ষ সেলিম আহমেদ, শ্রম ও কলাণ সম্পাদক আব্দুল আউয়াল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নূরুল ইসলাম রাজু, আহমেদ চৌধুরী ছায়েদ, ফরিদ মিয়া, খলিলুর রহমান ইকবাল, মোজাম্মেল হোসেন, সেলিম আহমেদ, আব্দুল আহাদ প্রমূখ। মতবিনিময় সভায় জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ মহাসড়কে সিএনজি অটো চলাচল বন্ধের দাবি জানান। এছাড়াও শহরের অবৈধ টমটম চলাচল বন্ধেরও দাবি জানান তারা। সভায় নেতৃবৃন্দ আরো বলেন-অযুক্তিক ভাবে পণ্যবাহী পরিবহনগুলোকে আটক করে হাজার হাজার টাকার মামলা দেওয়া হয় এবং পরিবহন শ্রমিকদের আটক করে নির্যাতন করা হয়। এগুলো বন্ধের জন্য দাবি জানান তারা।