স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ৩শ টাকা মুক্তিযোদ্ধা সম্মানী দিয়ে শুরু করেছিলেন। এখন প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ২০ হাজার টাকা সম্মানী দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন-আওয়ামীলীগ সরকার যতবারই ক্ষমতা এসেছে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিচ্ছে। তিনি বিএনপি সরকারের সমালোচনা করে বলেন-তারা ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা অন্তর্ভুক্ত করেছিলেন। আওয়ামীলীগ ক্ষমতায় এসে ভূয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিয়েছে। রবিবার দুপুরে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়ের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন উপাধ্যক্ষ আব্দুজ জাহেরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, যুগ্ম সদস্য সচিব এবিএম সুলতান আহমেদ। বক্তব্য রাখেন, বীর মক্তিযোদ্ধা সৈয়দ জাহিদুল ইসলাম, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডে সাবেক সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, চুনারুঘাট উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বাহুবল উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মাধবপুর উপেজলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক পংকজ কান্তি দাশ পল্লব, যুগ্ম সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ তরফদার, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের সদস্য সচিব শাহ জয়নাল আবেদিন রাসেল প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন এনডিসি শাহ জহরুল ইসলাম। মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধারা তাদের নানা সমস্যার কথা শাজাহান খান এমপির কাছে তুলে ধরেন। এ প্রেক্ষিতে শাজাহান খান এমপি তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শ্রদ্ধা অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোনআর থেকে তালাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর মিয়া। গীতাপাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দেব।