স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রাম থেকে শফিকুল ইসলাম (৩৮) নামের এক সবজি বিক্রেতাকে ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র। গত শনিবার রাতে ডিবির এসআই ধ্রুবেশ চন্দ্র দাশসহ একদল পুলিশ বড় বহুলার কেরামত আলী মসজিদের সামন থেকে তাকে আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা দিয়েছে।