শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মানবিক জলসুখা নামের সংগঠনের উদ্যোগে ছাত্র ছাত্রীদের মাঝে মাক্স ও কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরন করা হয়।
গতকাল শনিবার সকাল ১১ টায় জলসুখা কে,জি,পি উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মারফত উল্ল্যার সভাপতিত্বে ও মানবিক জলসুখার প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষানবিশ আইনজীবী মোঃ সজল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এসিল্যান্ড মোঃ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সিইও সার্কেল প্রশিক্ষন কেন্দ্র সাইফুর রহমান খান, জলসুখা কে,জি,পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, জেলা যুবলীগ নেতা শাহরিয়ার চৌধুরী সুমন, জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়া প্রমুখ।
মানবিক জরসুখার পক্ষ থেকে পাচঁশত মাস্ক ও ২০ জন ছাত্র ছাত্রীর মাঝে পুরস্কার বিতরন করেন। অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করেন মানবিক জলসুখার প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষানবিশ আইনজীবী মোঃ সজল মিয়া।