এটিএম সালাম, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর উদ্ধারকৃত নিহত মিশুক চালক আবিদুর ইসলামের (১৮) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে কেলীকানাইপুরস্থ হ্যালিপ্যাড মাঠে জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মাওঃ নুরুল হক নবীগঞ্জী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক প্যানেল মেয়র এটিএম সালাম, কাউন্সিলর যুবরাজ গোপ, প্রাক্তন মেম্বার রফিক মিয়া, পৌরস্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, নুরুজ্জামান ডাক্তর, নুরুল ইসলাম, হাফিজুর রহমান, ইসমত আলী প্রমূখ। এছাড়া কানাইপুর গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকার রাজনৈকি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সহ¯্র্রাধিক মানুষ অংশ নেয়। এ সময় এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে মিশুক চালক আবিদুর ইসলামের হত্যাকান্ডের প্রকৃত ঘটনা উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারের দাবী জানান। অন্যতায় দুর্বার আন্দোলনের ডাক দেয়া হবে। এদিকে শুক্রবার দিবাগত রাতে মিশুক চালক আবিদুর ইসলামের হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা মহিবুর রহমান পাতা বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। এদিকে নিখোজের ৩ দিন পর মিশুক চালক আবিদুর ইসলামের লাশ উদ্ধার করা হলেও তার সাথে মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ৮ টার দিকে নবীগঞ্জ শহর থেকে আবিদুর ইসলাম (১৮) মিশুক গাড়ি নিয়ে নবীগঞ্জ-বানিয়াচং সড়কে ফায়ার সার্ভিস স্টেশনে জনৈক ব্যক্তি নিয়ে যায়। যাত্রী নামিয়ে সেখান থেকে কোন দিকে যায় তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। এরপর থেকে তার কোন সন্ধ্যান পায়নি পরিবারের লোকজন। ঘটনার প্রেক্ষিতে থানা পুলিশ তৎপরতা চালায়। অবশেষে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে পথচারীদের কাছ থেকে খবর পান উপজেলার সরিষপুর নামকস্থানে একটি মরা নদী থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাৎক্ষনিক পুলিশ আবিদুর ইসলামের পরিবারের লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌছে কচুরী পেনার নীচে লুকিয়ে রাখা রাখা বিবস্ত্র ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেন। পরে লাশের পাশে থাকা কাপড় দেখে মৃতদেহ আবিদুর ইসলামের মর্মে সনাক্ত করেন আবিদুরের পরিবার। পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রের করা হয়েছে। শনিবার ময়না তদন্ত শেষে আবিদুর ইসলামের মৃতদেহ বাড়ি নিয়ে আসলে গ্রামবাসীসহ স্বজনদের মাঝে পড়ে কান্নার রুল। পরে হেলী প্যাড মাঠে জানাজার নামাজ শেষে নিহত আবিদুর এর লাশের দাফন সম্পন্ন হয়েছে।