মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ অপরাধী ও পরোয়ানাভূক্ত আসামীদের গ্রেফতারে সাড়াশি অভিযান চালাচ্ছে বানিয়াচং থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় হত্যা, সাজাপ্রাপ্ত, গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং মাদক ব্যবসায়ীসহ ৬ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২রা সেপ্টেম্বর) দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ও অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর দিক নির্দেশনায় এএসআই মোঃ তোহা ও মোহাম্মদ সাদ্দাম হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নখলার আব্দা গ্রামের ২ বছরের মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী সাদী মোহাম্মদের পুত্র টেনু মিয়া, দৌলতপুর (পূর্বপাড়া) গ্রামের দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী খুশিদ মিয়ার পুত্র শওকত মিয়া (৪৭) কে গ্রেফতার করেছে। অপরদিকে বিথঙ্গল পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন কবির সংগীয় ফোর্সের সহায়তায় মিরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের দেবরাজ রবিদাসের পুত্র গুমা রবিদাসকে ৮০ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করেন। একই সময়ে ২ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীকেও গ্রেফতার করা হয়। শুক্রবার বেলা ২টায় ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস’র নেতৃত্বে অভিযান চালিয়ে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ গ্রামের হোসেন আহমদ হত্যা মামলার প্রধান আসামী মৃত আবুল হোসেনের পুত্র সেলু মিয়া (৩৫) কে মৌলভীবাজার জেলার শেরপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেন। অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র সাথে আলাপকালে তিনি জানান, অপরাধীকে নূন্যতম ছাড় দেয়া হবে না। বানিয়াচং থানার আইন শৃংখলা সুন্দর ও স্বাভাবিক রাখতে আমাদের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদের দ্রুত আদালতে হাজিরা দেয়ার জন্য পরামর্শ দেন। অন্যতায় পুলিশ তাদের যে কোন উপায়ে গ্রেফতার পূর্বক আদালতে সোর্পদ করবে।