স্টাফ রিপোর্টার ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের ছেলে দৈনিক যায়যায়দিন ও বাংলানিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মহিউদ্দিন রিফাত। গত বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাংবাদিক সমিতির নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত ২৮ আগস্ট অনলাইন মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। সর্বমোট ৩৭টি ভোটারের মধ্যে ৩৩ জন তাদের ভোটাধিকার প্রযোগ করেন। এর মধ্যে বাতিল হয় একজনের ভোট। এছাড়া নিউ এইজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রবিউল আলম সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের আহসান জোবায়ের। অন্যান্য পদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের মাহমুদুল হাসান তানভীর, অর্থ সম্পাদক পদে কালেরকন্ঠের মাসুদ রানা, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ টুডের নাকিবুল আহসান নিশাদ, কার্যনির্বাহী সদস্য-১ পদে জাগো নিউজের রায়হান আহমেদ, কার্যনির্বাহী সদস্য-২ পদে মানবজমিনের জয়নুল হক ও বাংলাদেশের খবরের ইমরান হুসাইন যৌথভাবে নির্বাচিত হন। উল্লেখ্য, মহিউদ্দিন রিফাত ২০১২ সাল থেকে মাধবপুর প্রেসক্লাবের সদস্য হিসেবে রয়েছেন।