এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আমড়াখাই গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে প্রতিপক্ষের হাতে কামাল হোসেন হত্যাকান্ডের ঘটনায় জামায়াত নেতা নজরুল ইসলামসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের মা আয়ফুল বিবি। গতকাল বুধবার রাতে নবীগঞ্জ থানায় মামলাটি এফআইআর হিসেবে রুজু হয়। নিহত কামাল হোসেন বড়ভাকৈর পশ্চিম ইউনিয়ন যুবলীগ কর্মী এবং একই গ্রামের আব্দুল হেকিমের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউপির আমড়াখাই গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে জামায়াত নেতা নজরুল ইসলামের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে বদরুল ইসলামের বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষে মামলা মোকদ্দমাও রয়েছে। বিগত ৪ঠা আগষ্ট সন্ধ্যায় যুবলীগ নেতা বদরুল স্থানীয় বাজারে যাওয়ার পথে তার মোটর সাইকেলের গতিরোধ করে জামায়াত নেতা নজরুল ইসলাম, তার ছেলে ছাত্র শিবির কর্মী রফিকুল ইসলামসহ একদল লোক বদরুলকে উপর্যপুরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় বদরুল ইসলাম বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করে। পরবর্তীতে পুলিশের এস.আই অঞ্জন দেব বদরুলের আবেদনের প্রেেিত উভয় পকে নোটিশ প্রদান করে বিরোধীয় জমিতে না যাওয়ার জন্য নির্দেশ দেন। নোটিশ প্রাপ্তির দু’দিনের মাথায় শুক্রবার (২৭ আগষ্ট) গভীর রাতে উক্ত জামায়াত নেতা তার ভাড়াটিয়া লোকজন নিয়ে বদরুলের জমিতে হাল চাষ করে জবর দখল করেন। এ ঘটনায় উভয় পরে মধ্যে উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে নজরুল ইসলাম তার দলবল নিয়ে বিরোধীয় জমিতে হালি ছাড়া রুপন করতে গেলে বদরুল মিয়া গংরা বাঁধা দেয়। এতে উভয় পরে মধ্যে রক্তয়ী সংঘর্ষ বাঁধে। উক্ত সংঘর্ষে কমপরে ধারা অস্ত্রের আঘাতে নিহত হয় এক মা’য়ের এক সন্তান কামাল হোসেন। আহত হয় আরও ১০ জন। এ ঘটনায় নিহতের মা আয়ফুল বিবি বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা নং ২ তারিখ ০২-০৯-২০২ইং দায়ের করেন। মামলার আসামীরা ঘটনার পর থেকে পলাতক।।