মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে উপজেলার কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ মন্ত্রনালয়ের পক্ষ থেকে হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাধানে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে আনুষ্টানিকভাবে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নাজমুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি প্রমূখ। উপজেলা থেকে জানানো হয়, গ্রাম পুলিশের ১‘শ ৩০ জন সদস্যর মধ্যে বাইসাইকেল বিতরন করা হয়। এর মধ্যে পুরুষ ১‘শ ৫ জন ও মহিলা ২৫ জনকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। এ ব্যাপারে গ্রাম পুলিশের হবিগঞ্জ জেলার সভাপতি শেখ মোঃ ইউনুস আলী বলেন, আমাদেরকে ইউনিয়ন পরিষদের নানান কাজে সারাদিনই বিভিন্ন জায়গায় যেতে হয়। আমাদেরকে সরকারের পক্ষ থেকে বাইসাইকেল দেওয়ায় আমাদের এখন খুবই উপকার হবে।
গ্রাম পুলিশের সদস্য শিরিন বেগম বলেন, আমরা খুবই খুশি এই সাইকেল পেয়ে। গ্রাম পুলিশের সদস্য মিনতি রানী দাশ বলেন, আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে প্রতিদিনই যাওয়া আসা করি। আমাদের বাইসাইকেল দরকার ছিল। সরকার আমাদের আশা পূরন করেছে।
এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগ হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ নাজমুল ইসলাম বলেন, গ্রাম পুলিশের সদস্যদের কাজের গতি এখন আরও বেগবান হবে বলে আশা করছি। তাদের সকল সুযোগ সুবিধা পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে।