শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

হবিগঞ্জ থেকে উদ্ধারকৃত ৩টি পাখি অবমুক্ত

  • আপডেট টাইম শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে শিকারির কবল থেকে উদ্ধার হওয়া একটি টিয়া ও দুইটি ডাহুকসহ ৩টি পাখি অবমুক্ত করা হয়েছে। ২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে হবিগঞ্জ বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অফিস এলাকায় টিয়া পাখি ও বানিয়াচংয়ের হাওড়ে দুইটি ডাহুক পাখি অবমুক্ত করা হয়। হবিগঞ্জ বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর তত্ত্বাবধানে এসময? উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, বাপা সদস্য ডা. আলী আহসান চৌধুরী পিন্টু, সাংবাদিক মোঃ মামুন চৌধুরী, বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অফিস স্টাফ মোঃ জিয়াউল হক রাজু, মোঃ রানা আহমেদ, তাপস ভর ও টিপলু দেব। এর আগে হবিগঞ্জ শহরের শায়েস্তাগঞ্জনগর থেকে একটি টিয়া ও ভাদৈ এলাকা থেকে ডাহুক পাখি দুইটি শিকারীদের কবল থেকে উদ্ধার করা হয় ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, জলের পাখি ডাহুক। শিকারিদের অত্যাচার আর বসবাসের জায়গার অভাবে হারিয়ে যেতে বসেছে এই পাখিটি। মাঝারি সাইজের এই পাখিটি খুব ভীরু এবং সুন্দর। পুকুর, খাল, জলাভূমি, হাওর বিল, নদীর গোপন লুকানো জায়গা বসবাস করে ডাহুক। কিন্তু নানান কারণে, নদী, খাল, বিল, জলাশয় কমে যাওয়ায় এবং দ্রুত নগর বিস্তৃতির কারণে হারিয়ে যাচ্ছে সুন্দর এই পাখি ডাহুক। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এই পাখির নামে নিরবধি বয়ে চলেছে ডাহুক নদী। ডাহুক আসলে চিরবিরহী একটি পাখি। সঙ্গীহীন হলে এরা পাগল হয়ে যায়। ডাহুক হারিয়ে গেলে ডাহুকী দিনরাত পাগলের মতো ডাকাডাকি করতে থাকে। ডাহুক বাংলাদেশের একটি বিপন্ন পাখি। আইইউসিএন ডাহুককে ন্যূনতম বিপদগ্রস্ত ঘোষণা করেছে। দেশের বন্যপ্রাণী আইনে এই পাখি সংরক্ষিত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com