আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মোড়াকরি ও বামৈ বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বোয়াল ও রুই জাতীয় ছোট পোনা মাছ বিক্রির জন্য তিন জনের থেকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার ও সহকারী মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন।