স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের যুবক মোহাম্মদ আলী কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে বহুলা গ্রামের তিতু মিয়ার পুত্র। গত বুধবার বিকালে কুমিল্লা পাদুয়া মহাসড়ক পারাপারের সময় প্রাইভেটকারের চাপায় মোহাম্মদ আলী (২৮) নিহত হয়। তার পরিবারের লোকজন জানায়, সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। বেশ কয়েকদিন আগে কাউকে কিছুদিন না বলে বাড়ি থেকে চলে যায়। কোতোয়ালী থানার পুলিশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আইন প্রক্রিয়া শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।