রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

চাচাকে পিতা দেখিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরী ॥ জালিয়াতি মামলায় সেলিম কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অসৎ উদ্দেশ্য হাসিল করার লক্ষে জালিয়াতির আশ্রয় নিয়ে আপন চাচাকে পিতা উল্লেখ করে জাতীয় পরিচয়পত্র তৈরি এবং চাচাতো বোনের সাথে প্রতারনার আশ্রয় নিয়ে মুল্যবান ভূমি হেবা দলিল করার অভিযোগে দায়েরকৃত মামলায় প্রতারক সেলিম মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সহিদ মিয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে তদন্তে তা প্রমাণিত হয়েছে। সিআইডি দীর্ঘ তদন্ত শেষে গত জুন মাসে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
মামলা সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজ নগর গ্রামের আকবর আলীর পুত্র সহিদ মিয়া ও রফিক মিয়া। রফিক মিয়ার পুত্র সেলিম মিয়া প্রতারণার আশ্রয় নিয়ে কু-উদ্দেশ্যে জালিয়াতির আশ্রয় নিয়ে তার পিতা রফিক মিয়ার পরিবর্তে চাচা সহিদ মিয়াকে পিতা উল্লেখ করে জাতীয় পরিচয়পত্র তৈরী করে। সহিদ মিয়ার মেয়ে রেহানা বেগম ও সুমাইয়া সুলতানা লারার নামে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্টার সিরামিকের নিকট কিছু জায়গা ও বিল্ডিং রয়েছে। সেলিম মিয়া প্রতারনার আশ্রয় নিয়ে রেহানাকে ভয়ভীতি প্রদর্শন করে জায়গা ও বিল্ডিং হেবা দলিল করে নেয়। এ ঘটনায় সহিদ মিয়ার অপর মেয়ে সুমাইয়া সুলতানা আদালতে স্বত্ব মামলা দায়ের করেন। এদিকে সেলিম মিয়ার পিতা রফিক মিয়া হওয়া সত্বেও রফিক মিয়ার পরিবর্তে চাচা সহিদ মিয়াকে পিতা দেখিয়ে পাসপোর্টও করেছে। এসব বিষয় জানতে পেরে সহিদ মিয়া বিগত ১৮ জানুয়ারী জালিয়াতির অভিযোগ এনে ভাতিজা সেলিম মিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিতে প্রেরণ করেন।
এদিকে সিআইডির পরিদর্শক পান্না লাল বড়–য়া দীর্ঘ তদন্তে মামলার সত্যতা পেয়ে গত ২১ জুন আদালতে প্রতিবেদন দাখিল করেন। উক্ত মামলায় প্রতারক সেলিম মিয়া গতকাল বুধবার আদালতে হাজির হন। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তাহমিনা হক মামলার দীর্ঘ শুনানী শেষে সেলিম মিয়ার জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com