স্টাফ রিপোর্টার ॥ জেলা কৃষকলীগ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এবং সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির রেজার বিরুদ্ধে সহকারি ভূমি অফিসার দিদার হোসেনের দায়েরকৃত ১৪ একর ভূমি ও ৩ কোটি ৩২ লাখ ৬৮ হাজার টাকা আত্মসাতের মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে। পরবর্তিতে আদালতে নারাজি দিলেও আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির রেজা আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া প্রকাশ করেন। তিনি বলেন, আল্লাহ যদি সহায় থাকেন তাহলে মানুষের কোন ষড়যন্ত্র সফল হয়না। আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের এই ষড়যন্ত্রন্ত্রের কথা সকলেই অবগত আছেন। আমার অগ্রগতিকে দমিয়ে রাখতে রাজনৈতিক প্রতিপক্ষ ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। শুধু তাই নয়, এই মামলা নিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে। কিন্তু আমি যেহেতু জনগনকে সাথে নিয়ে রাজনীতি করি তাই জনগন এই মিথ্যাচার বিশ্বাস না করে আমাকে সাহস ও সমর্থন করে যাওয়ায় আমি লড়াই করার অনুপ্রেরণা পাই। আগামীতেও জনগনকে সাথে নিয়েই সকল সড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর আদর্শ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সরকারের একজন কর্মী হিসাবে রাজপথে থেকে কাজ করব। আদালত সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের উপানন্দ দাশ ওরফে সুনীল কুমার দাশ এর ছেলে সজল কুমার দাশের নাম ব্যবহার করে একটি বেনামী অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. দিদার হোসেন। পরবর্তীতে উক্ত দিদার হোসেন হুমায়ুন কবির রেজার বিরুদ্ধে ১৭ জন ভূমিহীনের নামে বরাদ্দকৃত সুলতানপুর মৌজার ১৪.৮৮ একর ভূমি দখলপূর্বক সেখান থেকে ৩ কোটি ৩২ লাখ ৬৮ হাজার টাকার মাছ. মাটি ও গাছ চুরির অভিযোগ দিয়ে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলাাটি প্রথমে তদন্ত করে বানিয়াচং থানা পুলিশ। তদন্তকালে ঘটনার কোন সত্যতা না পেয়ে কোন প্রতিবেদন দাখিল না করে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ স্থানান্তর করে। পিবিআই এর উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান দীর্ঘ তদন্ত শেষে ঘটনার কোন সত্যতা না পেয়ে মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। মামলায় চুড়ান্ত প্রতিবেদন আসায় গত ২৪ আগস্ট মামলার ধার্য্য তারিখে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে হুমায়ুন কবির রেজার পক্ষে অর্ধশত আইনজীবী মামলাটি খারিজের প্রার্থনা জানান। কিন্তু মামলার বাদী নারাজি দেয়ার জন্য সময় প্রার্থনা করেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক নারাজির সময় মঞ্জুর করেন এবং যাবতীয় তথ্য প্রমাণসহ ১ সেপ্টেম্বরে নারাজি প্রদানের জন্য তারিখ ধার্য্য করেন। গতকাল ১ সেপ্টেম্বর বুধবার ধার্য্য তারিখে মামলার বাদী দিদার হোসেন নারাজি প্রদান করলেও যথাযথ তথ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক সুলতান উদ্দিন প্রধান নারাজী গ্রহণ না করে মামলাটি খারিজ করে দেন। বাদী পক্ষের আইনজীবি ছিলেন পিপি সিরাজুল হক চৌধুরী। হুমায়ুন কবির রেজার আইনজীবী এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন বলেন, এই আদেশে ন্যায় বিচার প্রতিষ্টিত হয়েছে। আদালতে মামলার বাদী কোন প্রমাণ উপস্থাপন করতে পারেননি। বিচারক বার বার প্রমাণ চাইলে মামলার বাদী যে তথ্য দেন তাতে হুমায়ুন কবির রেজার কোন নাম পাওয়া যায়নি। বাদী পক্ষ চুরির কোন প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়ায় আদালত মামলাটি খারিজ করেন। এর আগে যে অভিযোগের ভিত্তিতে হুমায়ুন কবির রেজার বিরুদ্ধে তদন্ত ও মামলা হয় সেই অভিযোগকারী সজল কুমার দাস গত ৩ মার্চ নোটারী পাবলিকের নিকট এফিডেভিটে বলেন, হুমায়ুন কবির রেজার বিরুদ্ধে খাগাউড়া ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দিদার হোসেন যে মামলা দায়ের করেছেন তাতে তাকে ৫ নং স্বাক্ষী করা হয়েছে। অথচ তিনি কিছুই জানেন না। প্রকৃতপক্ষে হুমায়ুন কবির রেজা আমার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা কৃষকলীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য। তিনি অত্যন্ত ভদ্র ও জনপ্রিয় ব্যক্তি। আমি লোক মারফত অবগত হই যে, ২০২০ ইং সনের ডিসেম্বর মাসে হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবর হুমায়ুন কবির রেজার বিরুদ্ধে একখানা অভিযোগ দায়ের করা হয়েছে। উক্ত আবেদনে আমি আবেদনকারী বলিয়া স্বাক্ষর দেখানো হয়েছে। যাহা সত্য নয়। প্রকৃতপক্ষে আমি আবেদনে কোন স্বাক্ষর প্রদান করি নাই কিংবা উক্ত আবেদনের অভিযোগ সম্পর্কে আমি ইতিপূর্বেও অবগত ছিলাম না। সম্পূর্ণ প্রাবঞ্চিকভাবে প্রতারণার আশ্রয় নিয়ে আমার নাম ব্যবহার করে কে বা কাহারা আবেদন দাখিল করিয়াছে। হুমায়ুন কবির রেজা বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ছাড়াও জেলা কৃষক লীগের সভাপতি হিসাবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছি। কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিরও একজন সদস্য। তরুণ বয়সে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হই। জেলা মানবাধিকার সোসাইটি, জেলা চাউল কল মালিক সমিতির যুগ্ম-আহবায়কসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও আমি সম্পৃক্ত। রাজনৈতিক ধারাবাহিকতায় বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমি হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করি। দলীয় মনোনয়ন না পেলেও নৌকার বিজয় নিশ্চিত করতে আমি এবং আমার সংগঠনের নেতাকর্মীরা মাঠে দিনরাত কাজ করেছি। কিন্তু আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার এই অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। এরই অংশ হিসাবে ব্যবহার করা হয় স্থানীয় প্রশাসনকে। কিন্তু শেষ পর্যন্ত সত্যের বিজয় হয়েছে। তিনি আরও বলেন, মক্রমপুর গ্রামের ভূমিহীনদের নামে বরাদ্ধকৃত জমি তাদের নামে এবং দখলেই আছে। সেখানে আমার কোন জমি নেই। আর সেই জমি এখনও ভূমিহীনদেরই দখলে আছে এবং সরকারের সাথে তাদের হাই কোর্টে মামলা চলমান রয়েছে। হাইকোর্ট থেকে সেই জমির উপর স্ট্যাটাসকো রয়েছে। এরপরও আমাকে যেভাবে হয়রানী করা হয়েছে তা নজির বিহীন।