রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

বানিয়াচংয়ের তরুনী নড়াইল থেকে উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ রং নাম্বারে মোবাইলে ফোন। অতঃপর পরিচয়। প্রেমালাপ। প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের আশ্বাস। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৪ মাস আগে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের ৮ম শ্রেণিতে পক্ষুয়া জনৈক ছাত্রী (১৫) এর সাথে মোবাইল রং নম্বর পরিচয় হয় নড়াইল জেলার মোঃ এনামুল বিশ্বাসের। কথিত ওই প্রেমিক গত রোববার (২৯ আগস্ট) সকাল ৭টায় ওই ছাত্রীকে বানিয়াচং থেকে অপহরণ করে নিয়ে যায়। এ দিকে মেয়েকে খোঁজে না পেয়ে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরী করা হয় মেয়েটির পরিবারের পক্ষ থেকে। তাৎক্ষনিক বিয়ষটি আমলে নিয়ে তড়িৎ ব্যবস্থা নিতে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন দায়িত্ব দেন এসআই রাকিব হোসেনকে। প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয় কথিত প্রেমিক এনামুল বিশ^াসের অবস্থান। অবস্থান নিশ্চিত হয়ে সোমবার নড়াইল জেলার সদর থানা পুলিশের সহায়তায় অপহরণকারী এনামুল বিশ^াসকে গ্রেফতার করা হয়। সাথে উদ্ধার করা হয় ভিকটিমকে। গতকাল নড়াইল থেকে বানিয়াচং থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে ওই ছাত্রীর মা বাদী হয়ে বানিয়াচং থানায় এনামুল বিশ^ামকে আসামী করে একটি অপহরণ মামলা (মামলা নং ০১, তারিখ ০১/০৯/২১) দায়ের করেন। গতকাল বুধবার বানিয়াচং থানা পুলিশ গ্রেফতারকৃত এনামুল বিশ^াসকে আদালতে সোর্পদ করলে বিজ্ঞ আদালতে তাকে জেল হাজতে প্রেরণ করেন। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন’র সাথে আলাপকালে তিনি জানান, অভিযোগটি পাওয়ার সাথে সাথেই পুলিশি তৎপরতা শুরু করি। সম্ভাব্য সকল বিষয়কে মাথায় রেখেই আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাই। খুব দ্রুততার সহিত আসামীর অবস্থান নিশ্চিত হয়ে আমরা অভিযান পরিচালনা করে অপহরণকারী এনামুল বিশ^াসকে নড়াইল থেকে গ্রেফতার করতে সক্ষম হই। তিনি আরো বলেন, প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানদের প্রতি বিশেষ নজর দিতে হবে, তাদের ছেলে মেয়ে কখন কি করছে এ বিষয়ে খোজ খবর রাখতে হবে। তিনি এ ব্যাপারে অভিভাবকদের আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com