স্টাফ রিপোর্টার ॥ ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিঃ (ইউসিবি) এর হবিগঞ্জ উপশাখার উদ্বোধন হয়েছে। উদ্বোধন উপলক্ষে শহরের বানিজ্যিক এলাকাস্থ উপ-শাখায় এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, ইউসিবি এর এস.ভি.পি ও সিলেট বিভাগীয় প্রধান আমিনুল হক চৌধুরী, সিলেট প্রধান শাখার ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহিত রন্জন ভট্টাচার্য্য, ভবন মালিক বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান সহ বিভিন্ন শাখার শাখা প্রধানগণ।