স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খোয়াই মুখ থেকে চৌধুরী বাজার ট্রাফিক পয়েন্ট ব্যাটারী চালিত মিশুক ও ইজিবাইকের স্ট্যান্ডে পরিণত হয়েছে। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সড়কে যানজট লেগেই থাকে। ঘণ্টার পর ঘণ্টা সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষকে পড়তে হয় যানজটে। তাছাড়া কতিপয় লোক অবৈধভাবে ওই স্ট্যান্ড দখল করে এসব অবৈধ মিশুক ও ইজিবাইককে সিরিয়াল দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব যানবাহন চলাচলের কোনো অনুমতি নেই। নেই কোনো নম্বর প্লেইট। তবুও তারা দেদারছে ওই স্থানটিকে স্ট্যান্ড বানিয়ে যানজট সৃষ্টি হচ্ছে। সরেজমিনে গিয়ে এসব চালকদের সাথে আলাপকালে জানা যায়, প্রতিদিন গাড়ি প্রতি ২০ টাকা দিয়ে সিরিয়াল নেয়। এতে প্রতিদিন স্ট্যান্ডের দায়িত্বে থাকা লোকজন ২০/৩০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, ইতোপূর্বেও বেশ কয়েকবার তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে এবং জরিমানাও করা হয়। বারবারই অভিযোগ আসছে। সময় স্বল্পতার কারণে অভিযান করা যাচ্ছে না। আবারও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।