নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নবীগঞ্জ পৌর কমিটি অনুমোদন দিয়েছে হবিগঞ্জ জেলা কমিটি। গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হবিগঞ্জ জেলার সভাপতি অদ্বৈত দেব আদিত্য ও সাধারণ সম্পাদক পংকজ সরকারের স্বাক্ষরিত পত্রে সাগর দাশকে সভাপতি ও পংকজ দাশ রানাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নবীগঞ্জ পৌর কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে অন্যান্যরা হলেন, প্রধান উপদেষ্টারা অর্জুন দাশ, চঞ্চল দাশ, অঞ্জন দাশ, সজল সরকার এবং সহ- সভাপতি- বাধঁন দাশ, লিমন পাল, রাজীব দাশ, বিদ্যুৎ দাশ হৃদয়, শান্ত দাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক পুলক দাশ, সন্দিপ কুমার দাশ, শ্রীবাস দাশ, জনি রায়, মিঠু দাশ, পার্থ চন্দ্র দেব,সাংগঠনিক সম্পাদক তুষার শুভ, সহ- সাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার, সাগর চক্রবর্তী, ঝিনুক দাশ, অনিক রায়, অন্তর দাশ, শিমুল দাশ, প্রচার সম্পাদক-রিপন কর (শুভ), সহ-প্রচার সম্পাদক রাজন দাশ, ক্রীড়া সম্পাদক বিজয় তালুকদার, সহ-ক্রীড়া সম্পাদক -অপু লাল দাশ, কোষাধ্যক্ষ বিদ্যুৎ দাশ, সহ- কোষাধ্যক্ষ বিপ্লব দাশ, নিউটন বৈদ্য, দপ্তর সম্পাদক সজিব দাশ প্রান্ত, সহ-দপ্তর সম্পাদক মুনজ দাশ, মহিলা বিষয়ক সম্পাদিকা মনিকা দাশ, সহ- মহিলা বিষয়ক সম্পাদিকা, অস্মিতা দাশ, শান্তা পাল, সুস্মিতা দাশ, সমাজকল্যাণ সম্পাদক সুশান্ত দাশ, সহ- সমাজকল্যাণ সম্পাদক হৃদয় রায়, নিতাই পাল, আইনবিষয়ক সম্পাদক শিমুল দাশ, সাংস্কৃতিক সম্পাদক রনি দাশ, সহ-সাংস্কৃতিক সম্পাদক নিলয় চক্রবর্তী, সজল দাশ, দীপ্ত দাশ,সম্মানিত সদস্যরা হলেন, লিপ্টন দাশ, পায়েল দাশ, ঝুমন দাশ, অনিক দাশ, মুদৃল দাশ, ঝুটন মালাকার, রাজন সরকার, রুপন সরকার, অন্তর দাশ, বাসুদেব দাশ, রাজু দাশ।