সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

ইনাতগঞ্জ বাজার জামে মসজিদের দ্বন্দ্ব নিরসন হয়নি ॥ ৫ দিনের মধ্যে কাগজ চেয়েছে ওয়াকফ প্রশাসন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৫৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজার জামে মসজিদ নিয়ে প্রায় ৩০ বছর ধরে বিরোধ নিরসন হয়নি। একাধিকবার শালিস বৈঠকে মসজিদ নিয়ে চলমান দ্বন্দ্ব সামাজিকভাবে নিষ্পত্তি হলেও তা বাস্তবায়ন হয়নি। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের আহবানে বর্তমান মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমানের নেতৃত্বে কমিটির লোকজন শালিস বৈঠকে উপস্থিত হয়ে শালিসে সিদ্ধান্ত মানলেও তা বাস্তবায়ন করতে নারাজ তারা। এনিয়ে লোকমুখে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, মসজিদ নির্মাণের জন্য লন্ডন প্রবাসী সালেহা বেগমের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা নেন মসজিদ কমিটির তৎকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমানের আপন চাচা। এরপর ইনাতগঞ্জ বাজার জামে মসজিদের নাম পরিবর্তন করে মসজিদের নাম হয় সালেহা জামে মসজিদ। এ নয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে ১৯৯৩ সালে ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদীর নেতৃত্বে এলাকাবাসী প্রতিবাদী হয়ে উঠেন। ইনাতগঞ্জ বাজার নাম পরিবর্তনের সঠিক কোনো কারণ দেখাতে পারেনি বর্তমান কমিটি। পরে স্থানীরা সালেহা বেগমের নামের নাম ফলক ভেঙে ফেলেন। পরবর্তীতে আবারও নাম ফলক লাগানো হয়। ভূমি দাতা হিসাবে আশাহিদ আলী আশা বাংলাদেশ ওয়াকফ প্রশাসনে আবেদন করেন মসজিদ কমিটির অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে ওয়াকফের পরিদর্শক সাখাওয়াত হোসেন গত ৩০ আগষ্ট সোমবার সকালে সরজমিনে ইনাতগঞ্জ বাজার মসজিদ পরিদর্শন এবং মসজিদ কমিটি ও আবেদনকারীর জবানবন্দি গ্রহণ করেন। মসজিদ কমিটির প্রতিনিধি আমিনুর রহমান ও দাতা সদস্য আশাহিদ আলী আশাকে প্রয়োজনীয় কাগজপত্র ৫ দিনের মধ্যে জমা দিওত বলা হয়েছে। তদন্তকালে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্যবৃন্দ, দাতা পরিবারের সদস্য, গ্রাম্য শালিস বিচারক, মসজিদের মুসল্লিগণসহ স্থানীয় লোকজন।
সুত্রে জানা গেছে, গত ২৯ জুলাই বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতির মাধ্যমে ইনাতগঞ্জ বাজার জামে মসজিদের কাগজপত্র পর্যালোচনা করে রায় ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন আহমেদ। রায়ে বলা হয় মসজিদের প্রতিষ্টাতা ভূমিদাতা সাংবাদিক আশাহিদ আলী আশার পরিবার। ভূমিদাতা হিসাবে আশাহিদ আলীর পরিবারকে ভূমিদাতা স্বীকৃতি দিয়ে নামফলক ব্যবহার করবেন। কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি। আশাহিদ আলী আশা ও তার পরিবার জানান, ৩০ বছর যাবত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনেক তথ্য বেরিয়ে এসেছে। ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের স্থলে নবীগঞ্জের ৪নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ঠিকানা উল্লেখ করা হয়েছে। জাল জালিয়াতির মাধ্যমে ১৯৯৪ সালে বাংলাদেশ ওয়াকফ এ টেষ্ট ১৭৭১০ নং নথিতে তালিকা ভূক্তি করেছেন সালেহা জামে মসজিদ।
বাংলাদেশ ওয়াকফ প্রতিনিধি মৌলভীবাজার থেকে আসা সাখাওয়াত হোসেন ওয়াকফ পরির্দশক জানান, সরেজমিনে তদন্ত সম্পন্ন হয়েছে। মসজিদ কমিটি এবং দাতা সদস্যকে ৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা অল্প সময়ের মধ্যেই প্রতিবেদন প্রদান করবো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com