স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে রোগী আসার পরই বিভিন্ন অজুহাতে টাকা পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে কতিপয় নার্স ও আয়াদের বিরুদ্ধে। শুধু তাই নয় তাদেরকে বেকায়দায় ফেলে সিজার ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে বাধ্য করা হচ্ছে। তাদের রয়েছে নিয়োজিত কিছু দালাল। এসব দালালদের মাধ্যমে তারা রোগীদেরকে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে মোটা অংকের টাকার কমিশন নিচ্ছে। গতকাল সরেজমিনে সদর হাসপাতালে গেলে এরকম বেশ কয়েকটি তথ্য বেরিয়ে আসে। হবিগঞ্জ জেলার ১৮ লাখ মানুষের শেষ আশ্রয়স্থল হবিগঞ্জ সদর হাসপাতাল। কিন্তু এখানে এসেও ভোগান্তিসহ দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন রোগীরা। গত শনিবার সকালে শায়েস্তাগঞ্জ কদমতলি এলাকার ইসমাইল মিয়ার স্ত্রী নাহিদা আক্তার (৩০) প্রসব ব্যাথা নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। তবে এর আগে ডাক্তারের পরীক্ষা করা রিপোর্টে দেখা যায় নরমাল ডেলিভারী হবে। তাই তাকে সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়। কিন্তু হাসপাতালে আসার পর রাত ১২টার দিকে গাইনী ওয়ার্ডের এক নার্স ও আয়া রোগীর স্বামী ইসমাইল মিয়া ও তার সাথে আসা সুমি আক্তার নামে এক নারীকে বলেন, জরুরি ভিত্তিতে তাকে সিজার করাতে হবে। নতুবা মা-কিংবা নবজাতকের ক্ষতি হতে পারে এমনকি মারাও যেতে পারে। এ কথা শুনার পর তারা আতংকিত হয়ে পড়েন। পরে ওই নার্সের সাথে কথা বলে ২০ হাজার টাকার বিনিময়ে একটি প্রাইভেট ক্লিনিকে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। তাদের কথা মতো ওই নার্সকে ৫ হাজার টাকাও দেয়া হয়। সে তার স্বামীর ফার্মেসী থেকে ওষুধ নিয়ে আসেন। কিন্তু এর আগেই নরমাল ডেলিভারী হয়ে যায় ওই গৃহবধুর। তিনি জন্ম দেন এক ফুটফুটে সন্তানের। এরকম আরও অভিযোগ রয়েছে হাসপাতালের নার্সদের বিরুদ্ধে। হাসপাতালের কয়েকজন রোগী আরও জানান, আনোয়ার হোসেন মুরাদসহ বেশ কয়েকজন দালাল চক্র রয়েছে। তারা নার্স ও ডাক্তারদের সহযোগিতা করার অজুহাতে রোগীদেরকে বিভিন্ন কিনিকে নিয়ে গিয়ে মোটা অংকের কমিশন হাতিয়ে নেন।
এ বিষয়ে তত্ত্বাবধায় জানান, হাসপাতালে কোনো দালাল থাকার কথা নয়। যদি কোন দালাল বা নার্স এসব কাজের সাথে জড়িত থাকে তবে ব্যবস্থা নেয়া হবে।