স্টাফ রিপোর্টার ॥ দৈনিক লোকালয় বার্তার সম্পাদক এমদাদুল ইসলাম সোহেলের পিতা ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব দিদার হোসেনের চেহলাম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৯ আগস্ট) মরহুমের নিজ বাড়ি বহুলা গ্রামে চেহলাম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়ার অয়োজন করা হয়। সোনাকান্দার পীরজাদা শফিকুল ইসলামের দোয়া পরিচালনার মাধ্যমে উপস্থিত অতিথিদের জন্য দুপুরে শিরণীর ব্যবস্থা করা হয়। দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত শিরণীতে জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ১২ হাজার মানুষ অংশগ্রহণ করেন। এ ছাড়াও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, সরকারী কর্মকর্তা-কর্মচারী, মরহুমের আত্মীয়-পরিজনসহ বিভিন্ন পেশার পুরুষ ও মহিলারা অংশ নেন। আওয়ামী লীগ নেতা দিদার হোসেনের ৬ পুত্র ও কন্যারা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
জানা যায়, আলহাজ্ব দিদার হোসেন পাকিস্তান আমল থেকে আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী হিসাবে কাজ করে গেছেন। কখনো পদপদবীর জন্য লালায়িত ছিলেন না। অনেকেরই কাছে তিনি দিদার চাচা বলে পরিচিত ছিলেন। উক্ত চেহলাম অনুষ্ঠানে তার দীর্ঘদিনের অনুসারীসহ আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরাও এতে শরিক হন।