স্টাফ রিপোর্টার ॥ লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ডিস্ট্রিক্ট-৩১৫-বি-১ এর উদ্দ্যেগে নবীগঞ্জ সাবাজপুরে লায়ন আলহাজ¦ মোজাহিদ হোসেন চৌধুরীর বাড়িতে লায়ন্স ক্লুাব হবিগঞ্জের সার্বিক সহযোগিতায় ৩ শতাধিক দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় গতকাল বিকাল ৩ টার দিকে। এতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন আলহাজ¦ মোজাহিদ হোসেন চৌধুরী। পরিচালনা করেন সেক্রেটারী লায়ন একেএম মঈন উদ্দিন চৌধুরী সুমন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রেশ করেন লায়ন্স কাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-১ এর গভর্নর লায়ন শাহেনা রহমান এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন, ফাস্ট ভাইস ডিস্টিক্ট গভর্নর লায়ন শরিফ আলী খান এমজেএফ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোঃ লুৎফুর রহমান এমজেএফ, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন হেলেন আক্তার নাসরিন এমজেএফ, লেডি পিডিজি লায়ন আমিনা ফেরদৌসী মুনা, কেবিনেট সেক্রেটারী লায়ন ফরিদা ইয়াছমীন জেসমিন, কেবিনেট ট্রেজারার লায়ন মীর শফিকুল আলম কনক এমজেএফ, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ লিটন মিয়া, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিক মিয়া, লায়ন এডভোকেট এস এম আলী আজগর, লায়ন ইঞ্জিঃ মনসুর রশীদ কাজল, চার্টার প্রেসিডেন্ট লায়ন এড. এস এস বজলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লায়ন এসএম আব্দুল আউয়াল, জয়েন্ট সেক্রেটারী লায়ন অর্জুন চন্দ্র রায়, ট্রেজারার লায়ন কাজী মহিবুর রহমান সেলিম, ডিরেক্টর মোঃ জালাল উদ্দিন, লায়ন রাজেন্দ্র চন্দ্র দাশ, লায়ন এড. এম এ এন এম শিবলী খায়ের, লায়ন আব্দুল আহাদ, লায়ন মোঃ মামুনুর রশীদ, লায়ন আব্দুর রহমান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।