আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বহরা ও শাহজাহানপুর ইউনিয়নের অবৈধ করাতকল গুলোর বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের এক যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে করাতকল পরিচালনার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর আওতায় বহরা ইউনিয়নের মনতলায় করাতকল মালিক মোহাম্মদ নবী হোসেনকে ৩ মাসের কারাদ- ও ২ হাজার টাকা অর্থদ-ে দ-িত করা হয় এবং গফুর মিয়া, মোঃ কামাল মিয়া, ওসমান মিয়া ও আমজাদ আলী সাহিন, মোহাম্মদ আনু মিয়া, এবং শাহজাহানপুর ইউনিয়নের মোঃ মিয়া, ও মোস্তাক আহমেদ চৌধুরীর মালিকানাধীন ৬ টি করাতকলের কার্যক্রম বন্ধ ও যন্ত্রপাতি জব্দ করা হয় এবং এদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মইন এবং জগদীশপুর বিট কর্মকর্তা ফরেস্টার ইয়াসিন মুন্সী। সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৩ পর্যন্ত অভিযান পরিচালিত হয়।