আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সাপ্তাহ-২১ উপলক্ষে মৎস্য খামারীদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন। এতে আজমিরীগঞ্জ পৌর এলাকার সমীপুর গ্রামের মৃত প্রতাপ চন্দ্র রায়ের পুত্র পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও মৎস্য খামারী প্রভাংশু শেখর রায়কে শ্রেষ্ঠ মৎস্য পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন। তিনি কার্প মিশ্র চাষে শ্রেষ্ঠত অর্জন করেন। পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি, উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসাস, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, মৎস্য অফিসার আনিসুর রহমান প্রমুখ।