আবুল হোসনে সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজলোর তলেয়িাপাড়া পুলশি ফাঁড়ি ইন্সপক্টের গোলাম মোস্তফা নেতৃত্বে এএস,আই জয়িাউর রহমান সঈীয় র্ফোস নেিয় গোপন সংবাদে ভিত্তিতে ২৭ (আগষ্ট) শুক্রবার ভোর রাতে শাহজাহানপুর ইউনয়িনরে উত্তর সুরমা পরমানন্দপুর সরকারী প্রাথমকি বদ্যিালয়রে সামনে অভযিান চালেিয় ৪ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে। আটককৃত মাদক কারবাররিা হলো উপজলো বুল্লা ইউনয়িনের বানশ্বের গ্রামরে মৃত আঃ হাসমিরে ছেলে মোঃ কাসমে মিয়া (৩৫) এবং শাহজাহানপুর ইউনয়িনে নাজিরপুর গ্রামরে আবু সাইদ এর ছেলে মোঃ এনাম মিয়া (২৫)। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এ সংবাদের সত্যতা নিশ্চিত করেন ও আটককৃতদরে বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে বলে জানান।