স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ৯টায় শহরের কালিবাড়ি রোড এলাকায় এক সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সহ সভাপতি ডা. অসিত রঞ্জন রায়, অ্যাডভোকেট প্রবাল মোদক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, শিল্প ও বাণিজ্য সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম তালুকদার, উপ প্রচার সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান খান সজল, সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তুষার মোদক, সদস্য ও বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মর্তুজা হাসান ও অ্যাডভোকেট দেবাংশু দাশ রাজু। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আফীল উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুমঙ্গল দাশ সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমুখ। পরে এমপি আবু জাহিরসহ নেতৃবৃন্দ পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন।