স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদকে হবিগঞ্জ প্রেসক্লাব স্মরণিকা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন রোড এলাকায় তাঁর বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ক্লাবের স্মরণিকা তুলে দেন প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জের মুখ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সমকাল ও চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি শাকিল চৌধুরী, যমুনা টিভি প্রতিনিধি প্রদীপ দাশ সাগর। এছাড়া উপস্থিত ছিলেন জালাল আহমেদের ছোট ভাই আইএফআইসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক হেলাল আহমেদ।
প্রসঙ্গত, জালাল আহমেদ বর্তমানে বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান হামীম গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। হামীম গ্রুপের অন্যতম দুটি মিডিয়া হচ্ছে দৈনিক সমকাল ও চ্যানেল টুয়েন্টি ফোর।