স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল কোয়ার্টারে ট্রেসার বয় দিয়ে খৎনা করিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে তাসিন রহমান (৮) নামের এক শিশু। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে দালালদের মাধ্যমে হবিগঞ্জ সদর হাসপাতালের ওয়ার্ড বয়, ট্রেসার বয়, পিয়নসহ বিভিন্ন কর্মচারীরা কম টাকায় শিশুদের খৎনা করে আসছে। কিন্তু তাদের অদক্ষতার কারণে অনেক শিশুরই ইনফেকশন সৃষ্টি হয়। এতে অনেকের জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। তবুও গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল মানুষ দালালদের খপ্পরে পড়ে এ সব অদক্ষ কর্মচারীদের মাধ্যমে খৎনা করিয়ে থাকেন। তবে কোনো কোনো ব্যক্তি সদর হাসপাতালের জরুরি বিভাগে সুযোগ না পেলেও কৌশলে হাসপাতালের পেছনের কোয়ার্টারে রোগীদের নিয়ে গিয়ে খৎনা করানো হয়। গত ২৫ আগষ্ট শহরের কোরেশনগর এলাকার বাসিন্দা সেজু মিয়ার পুত্র তাসিন (৮) সদর হাসপাতালে ডাক্তারের মাধ্যমে করাতে যান। এ সময় এক দালাল কম টাকায় খৎনা করিয়ে দিবে বলে হাসপাতালের ট্রেসার বয় মোঃ ফারুক মিয়ার কাছে নিয়ে যায়। সে দুপুরের দিকে কোয়ার্টারে তার বাসায় নিয়ে ওই শিশুর খৎনা করে দেয়। ওইদিন রাতে শিশু তাসিনের লজ্জাস্থান ফুলে যায়। এক পর্যায়ে শিশুর ব্যথা বাড়লে সে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি হলে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখাকালে ওই শিশুর পিতা জানান, তাসিনের অবস্থা আশংকাজনক। এ বিষয়ে আরএমও ডাঃ আব্দুল মুমিন জানান, ডাক্তার ছাড়া হাসপাতালের কোনো কর্মচারি খৎনা করাতে পারে না। এর ফলে বিপদজ্জনক ঘটনা ঘটতে পারে। ফারুকের বিষয়টি সত্য হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।