স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমি হবিগঞ্জ জেলা শাখা শুক্রবার সকাল সাড়ে ১০টায় এক ভার্চ্যুয়াল আলোচনা সভার আয়োজন করে। নজরুল একাডেমি হবিগঞ্জের সভাপতি কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী আব্দুল আউয়াল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। স্বাগত বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোস্তফা মোর্শেদ। আলোচনায় অংশ নেন বার্ডের সাবেক পরিচালক ডাঃ মোঃ মিজানুর রহমান, মাধবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এমডি আলী আজগর, মাওলানা আসাদ আলী ডিগ্রি কলেজের অধ্যাপক এম আব্বাস আলী মিজান, নজরুল একাডেমি হবিগঞ্জের সাধারণ সম্পাদক সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, চার্টার অ্যাকাউনটেন্ট ও আলী ইদ্রিস হাই স্কুলের প্রতিষ্ঠাতা আলী ইদ্রিস, সাংবাদিক আব্দুল আউয়াল তহবিলদার, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি এমএ ওয়াহিদ, তারেক তরফদার, চুনারুঘাট গণপদক্ষেপ পাঠাগারের সোহেল প্রমূখ। আলোচনা সভায় বক্তাগণ বলেন, জয় বাংলা শ্লোগান মূলত নজরুল ইসলামের একটি কবিতা থেকে নেয়া হয়েছে। নজরুল ও বঙ্গবন্ধু ছিলেন একই চেতনার প্রতীক। একই চেতনায় বিশ্বাসী। দু’জনই ছিলেন স্ব স্ব ক্ষেত্রে বিদ্রোহী। বলা হয়ে থাকে সাহিত্যের কবি কাজী নজরুল, আর রাজনীতির কবি বঙ্গবন্ধু। কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে তাঁর গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তাঁর লেখনি জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তাঁর কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। তাঁর কবিতার মূল বিষয়বস্ত ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। আমাদের দেশ থেকে দুর্নীতি দূর করতে হলে নজরুলের আদর্শ অনুসরণ করতে হবে। বুকে নজরুলের আদর্শ লালন করতে হবে। তবেই দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। নজরুল চর্চার মাধ্যমে আধুনিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
পরে বাদ আছর শহরের রাজনগর ইসলামিয়া এতিমখানায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে নজরুল একাডেমি হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতার পর পরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে এসে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর বসবাসের ব্যবস্থা করেন এবং ধানমন্ডিতে কবিকে একটি বাড়ি দেন। তাঁকে দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডি. লিট উপাধিতে ভূষিত করে। পরে তাঁকে দেওয়া হয় রাষ্ট্রীয় একুশে পদক।