সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

প্রায় দেড় লাখ লোকের বিশাল চাকুরী বাজার ॥ নিয়োগ সম্পন্ন হলে মাসে বেতন গুনতে হবে ১২১ কোটি টাকা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আমার এমপি নামে একটি সংস্থা। দেশ ব্যাপী এর কাজের ব্যাপ্তি। ৮টি পদে ১ লাখ ৪৬ হাজার ৭৮৪ জন নিয়োগ প্রদানের বিজ্ঞপ্তি। বিভাগ থেকে শুরু করে গ্রাম পর্যায়ে চাকুরীর সুযোগ। সকল নিয়োগ সম্পন্ন হলে প্রতি মাসে ওই সংস্থা শুধুমাত্র বেতন গুনতে হবে (বোনাস ছাড়াই) প্রায় ১২১ কোটি টাকা। এই সংস্থাটির কর্ণধার হচ্ছেন (ইঞ্জিনিয়ার) সুশান্ত দাশ গুপ্ত। ইতিমধ্যে সংস্থার কর্মকান্ড নিয়ে সন্দেহ ও কানাঘোষা চলছে সচেতন মহলে।
দেশে বেকারত্বের বিশাল বাজারে মাস্টার্স পাস যুবকও নামমাত্র বেতনে চাকুরী করতে বাধ্য হয়। সেখানে তেমন কোন কষ্টের কাজ না করেই এইচএসসি পাশ করা একজন মাসে বেতন পাবে ২০ হাজার টাকা। সাথে বোনাসতো আছেই। এ ধরনের লোভনীয় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে দেশের হাজার হাজার বেকার আবেদন করে চাকুরীর প্রত্যাশায়। আবেদন ফি ৯৯ টাকা। কিন্তু আবেদনের সেই ৯৯ টাকা করেই আসা বিশাল অংকের টাকা বাঁকা পথে দেশের বাহিরে চলে গেছে বলে কানাঘোষা রয়েছে। ওই সংস্থায় যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে তাদের নিয়ে কয়েকটি ওরিয়েন্টেশন করা হলেও বাস্তবে নেই কোন কাজ বা বেতন। দেশে প্রকাশ্যে এতবড় একটি নিয়োগ কার্যক্রম যথাযথ ভাবে পরিচালিত হয়েছে কি না বা জালিয়াতির ঘটনা ঘটেছে কি না তা নিয়ে দেখবালকারী কর্তৃপক্ষের তৎপরতা নেই। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকার পরও আমার এমপি ডট কম এর প্রতিষ্ঠাতা গোপনে দেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমিয়েছেন।
নিয়োগ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ সেপ্টেম্বর আমার এমপি নামে একটি সংস্থা ৮টি পদে ১ লাখ ৪৬ হাজার ৭৮৪ জন নিয়োগ প্রদানের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি ডিজিটাল প্লাটফর্মে প্রচার করে। বিশেষ করে দেশের সবচেয়ে বড় চাকুরীর পোর্টাল বিডিজবসএ এই বিজ্ঞপ্তিটি ব্যাপক প্রচার হয়। এতে বলা হয় আবেদন শুরু ১৬ সেপ্টেম্বর এবং শেষ তারিখ ১৫ অক্টোবর। সংস্থার রেজিস্ট্রেশন নাম্বার হিসাবে উল্লেখ করা হয় (উঝঝ.মড়া.নফ জবমর ঘড়-ঐধনর-৭২৪/২০১৭)। নারী পুরুষ যে কোন বয়সের প্রার্থী আবেদন করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে ই-কমার্স কোঅর্ডিনেটর (বিভাগ) ৮টি পদে যোগ্যতা বলা হয় মাস্টার্স। বেতন প্রদান করা হবে ৫০ হাজার টাকা ও বোনাস। ই-কমার্স কোঅর্ডিনেটর (ডিস্ট্রিক্ট) ৬৪টি পদে যোগ্যতা বলা হয় অনার্র্স এবং বেতন প্রদান করা হবে ৪০ হাজার টাকা ও বোনাস। ই-কমার্স কোঅর্ডিনেটর (এমপি সিট) ৩৫০টি পদে যোগ্যতা বলা হয় অনার্স এবং বেতন প্রদান করা হবে ৩০ হাজার টাকা ও বোনাস। ই-কমার্স কোঅর্ডিনেটর (উপজেলা) ৪৯২টি পদে যোগ্যতা বলা হয় এইচএসসি ও বেতন প্রদান করা হবে ২০ হাজার টাকা ও বোনাস। ই-কমার্স কোঅর্ডিনেটর (পৌরসভা) ৩৩০টি পদে যোগ্যতা বলা হয় এইচএসসি এবং বেতন প্রদান করা হবে ২০ হাজার টাকা ও বোনাস। ই-কমার্স কোঅর্ডিনেটর (ইউনিয়ন) ৪ হাজার ৫৫৪টি পদে যোগ্যতা বলা হয় এসএসসি এবং বেতন প্রদান করা হবে ১৫ হাজার টাকা ও বোনাস। ই-কমার্স কোঅর্ডিনেটর (ওয়ার্ড) ৪০হাজার ৯৮৬টি পদে যোগ্যতা বলা হয় এসএসসি এবং বেতন প্রদান করা হবে ১০হাজার টাকা ও বোনাস। ই-কমার্স কোঅর্ডিনেটর (ভিলেজ) ১ লাখ পদে যোগ্যতা বলা হয় জেএসসি এবং বেতন প্রদান করা হবে ৭ হাজার টাকা ও বোনাস।
বিজ্ঞপ্তি অনুযায়ী উপরোক্ত ৮টি পদে ১ লাখ ৪৬ হাজার ৭৮৪জনকে নিয়োগ প্রদান করা হলে নিয়োগপ্রাপ্তদের বোনাস ছাড়াই শুধু বেতন আসে ১২০ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। কিন্তু অনুসন্ধানে দেখা যায় সংস্থার বা উক্ত সংস্থার প্রতিষ্ঠাতা সুশান্ত দাশ গুপ্তের ব্যাক্তিগতভাবে এত বড় অর্থ সংস্থানের উৎস নেই। আবার এই বিপুল পরিমাণ বেতন দিয়ে সংস্থা কি ধরনের আয় করবে বা সেবা প্রদান করবে তার বিষয়টিও সুস্পষ্ট নয়। সংস্থাটির সহযোগী সংস্থা হিসাবে আমার প্রতিনিধি ও আমার হবিগঞ্জ নামে পত্রিকাও রয়েছে।
চাকুরী প্রত্যাশী মাধবপুর উপজেলার ঘিলাতলী গ্রামের মরহুম আলী আকবর খানের ছেলে মো. ফয়সল নামে এক যুবক বলেন, আমার এমপি ডট কমে জেলা প্রতিনিধি হিসাবে চাকুরীর জন্য অন লাইনে আবেদন ফরম পূরণ করতে গিয়ে শেষে এসে দেখতে পাই ফি হিসাবে বিকাশে ৯৯ টাকা এবং ক্যাশ আউটের খরচ বাবদ আরও ২টাকা দিতে হবে। এতে আমার সন্দেহ হলে আমি আবেদন সম্পন্ন না করেই সাইন আউট হয়ে যাই।
বাহুবল উপজেলার মীরপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে ইমন আহমেদ জানান, তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করে যখন চাকুরীর আশায় বিভিন্ন স্থানে আবেদন করছেন তখন আমার এমপি’র নিয়োগ বিজ্ঞপ্তি দেখে জেলা সমন্বয়কারী হিসাবে আবেদন করি। আবেদন করার সময় আমার মোবাইল নং ০১৩১৪৪২১০২২ থেকে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর বিকেল ৩টায় আমার এমপির বিকাশ নং ০১৭১৮৩৬৩৯৬ তে ৯৯টাকা বিকাশ করি। কিন্তু পরে আমার কোন ইন্টারভিউ নেয়া হয়নি। এ ব্যাপারে তাদের ম্যাসেঞ্জারে ম্যাসেজ দিয়েও কোন সাড়া পাইনি। এতে আমার মনে হয়েছে আমি প্রতারনার শিকার হয়েছি। শুধু আমি নই, আমার মত অনেক বেকার যুবক প্রতারণার শিকার হলেও কেউ মুখ খুলে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
এদিকে আমার এমপি সংস্থায় প্রতিটি পদে যদি গড়ে ১০ জনও আবেদন করে তবে আবেদন ফি এর ৯৯ টাকায় আমার এমপি আদায় করেছে ১৪ কোটি ৫৩ লাখ ১৬ হাজার ১৬০ টাকা। সাধারনত নি¤œ পর্যায়ের চাকুরীতে আবেদনকারীর সংখ্যা বেশী থাকে। সেই হিসাবে আদায়কৃত অর্থের পরিমাণ আরও বেশী হতে পারে।
হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ধুলিয়াখাল গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল জলিল জানান, তিনি এই সার্কুলার দেখে আবেদন করার সিদ্ধান্ত নিলেও পরে মনে করেন এটি সঠিক নয়, তাই আবেদন করেননি।
শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পাওয়া আতাউল গনির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
এদিকে জেলা সমাজ সেবা অধিদপ্তরে যোগাযোগ করে জানা যায়, ২০১৭ সালের ১ জানুয়ারী আমার এমপি নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা নিবন্ধন পায়। সংস্থার গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩ এর ১ নং দফায় বলা হয়েছে এই সংস্থার ঠিকানা হবে লাভলী ভিলা, কমার্শিয়াল এরিয়া, ৪নং ওয়ার্ড হবিগঞ্জ সদর উপজেলা। ২নং দফায় কর্ম এলাকা বলা হয়েছে হবিগঞ্জ জেলা ব্যাপী সীমাবদ্ধ থাকবে। পরবর্তীতে প্রয়োজনে নিবন্ধকারী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্য এলাকা বৃদ্ধি করা যাবে। কিন্তু আমার এমপি ডট কম নামে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাতে তাদের অফিস ঢাকার বনানীতে উল্লেখ করা হয়েছে এবং সারাদেশ ব্যাপী লোক নিয়োগ করার কথা বলা হয়েছে। এ ব্যাপারে এ ব্যাপারে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান জানান, এই সংস্থার কার্য এলাকা বৃদ্ধির কোন আবেদন পাওয়া যায়নি এবং ঠিকানা হবিগঞ্জ হিসাবেই উল্লেখ করা হয়েছে। সংস্থার কমিটির মেয়াদ শেষ হলে মেয়াদ বৃদ্ধির জন্য তারা আবেদন করেছে। এর বেশী কিছু তিনি বলতে পারেননি।
আমার এমপি’র গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২০ এ প্রতিষ্ঠানের তহবিল এর অর্থপ্রাপ্তির উৎস হিসাবে বিভিন্ন দান ও অনুদান গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। ওই অনুচ্ছেদের ‘ক’ দফার ৩নং ধারায় বলা হয়েছে সংগ্রহকৃত অর্থ এতিমখানার উন্নতিকল্পে ব্যয়িত হবে। কিন্তু ওই সংস্থার আদৌ কোন এতিমখানা নেই। ২০ অনুচ্ছেদের ‘খ’ দফার ২নং ধারায় বলা হয়েছে ধান, চাউল কিংবা অন্যান্য সাহায্য কেহ দান করিলে তাহার মূল্য নির্ধারণপূর্বক নগদ অর্থের আকারে রশিদের মাধ্যমে গ্রহণ করতে হবে। কিন্তু হঠাৎ করে সংস্থাটি কিভাবে কোটি কোটি টাকা বেতনে চাকুরী প্রদান করার উদ্যোগ নিয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জেলা সমাজ সেবা অধিদপ্তরে পাওয়া যায়নি। অধিদপ্তরের সহকারী পরিচালক জালাল আহমেদ জানান, এ ব্যাপারে বিস্তারিত দেখে বলতে পারব।
দেশের চাকুরী নিয়ে কাজ করা বিখ্যাত অন লাইন প্লাটফর্ম ই জবস এর হেড অব প্রোগ্রাম মোহাম্মদ আলী ফিরোজ বলেন, আমি দীর্ঘদিন বিডিজবস এ কাজ করেছি। এখন ই জবস এ কাজ করছি। কোন প্রতিষ্ঠান বা কোম্পানী নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করলে আমরা খোজ খবর নেই আসলেই এই নিয়োগ সঠিক কিনা। তবে দেশে এক সাথে দেড় লাখ লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রচার করবে এমন ঘটনা সচরাচর হয়না। আমার এমপি ডট কমে নিয়োগের বিষয়টি আমরা খতিয়ে দেখব।
তিনি আরও বলেন, বেসরকারী কোন প্রতিষ্ঠানে চাকুরীর আবেদনে কোন ফি নেয়া যাবে না। সরকারী চাকুরীতে ফি নেয়া হয় লিখিত পরীক্ষার জন্য। কোন সংস্থা বা কোম্পানী নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ফি নিলে বুঝতে হবে এখানে কোন অনিয়ম রয়েছে।
এ ব্যাপারে আমার এমপির চেয়ারম্যান সুশান্ত দাশগুপ্তর বক্তব্য নেয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করলেও বিদেশে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com