স্টাফ রিপোর্টার ॥ চলতি ২০১৪ ইংরেজী সনের মে মাস পর্যন্ত হবিগঞ্জে ২২ জন এইচ আই ভি এইডস পজিটিভ সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশের ১৭২৬ জনের মধ্যে সিলেট বিভাগের ৪ জেলায় সর্বাধিক ৫৯৪ জন এইচ আই ভি পজিটিভ সনাক্ত করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগে ৪১৬ জন, চট্টগ্রামে ৫৭৭, রাজশাহী ২৮, খুলনা ৫৭, বরিশাল ৩৭ এবং এবং রংপুর বিভাগে ১২ জন। গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মিলনায়তনে এক কর্মশালায় সেভ দ্য চিলড্রেন এর ব্যবস্থাপক ডা. মোর্শেদ বিলাল খান এক পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় এ তথ্য জানান।
হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন ও আশার আলো সোসাইটির উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় আশার আলো সোসাইটির সিলেট বিভাগীয় সমন্বয়কারী তাহমিনা বেগম জানান-সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ৩৯৪ জন এইচ আই ভি পজিটিভ রয়েছেন। এ ছাড়া মৌলভীবাজারে ৯৭ জন, সুনামগঞ্জে ৭২ জন এবং হবিগঞ্জে ২২ জন এইচ আই ভি পজিটিভ সনাক্ত করা হয়েছে। এ তালিকার বাইরে সিলেট বিভাগের আরও ৯ জন এইচ আই ভি পজিটিভ রয়েছেন।
কর্মশালায় আরও জানানো হয়- হাঁচি-কাশি, ঘাম, চোখের পানি, মুখের লালা-থুথু, মূত্র এবং এইচ আই ভি পজিটিভ এর সংস্পর্শে এ রোগ ছড়ায় না। অনিয়ন্ত্রিত যৌন মিলন, রক্ত এবং মায়ের দুধ পানের মধ্য দিয়ে এ রোগ ছড়ায়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন-ধর্মীয় অনুশাসন মেনে চললে এইচ আই ভি থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-পুলিশ সুপার মো. কামরুল আমীন, ডেপুটি সিভিল সার্জন ডা. অজিত চন্দ্র রায় ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জমির আলী। সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্সপার্সন ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক রোটারিয়ান ড. মঞ্জুরুল হক চৌধুরী। কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক এবং মসজিদের ইমামগণ অংশ নেন।