আজিজুল ইসলাম সজীব ॥ বানিয়াচংয়ে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনার সাথে জড়িত অলিম মিয়া (১৭)কে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বিকেলে হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলি প্রেস ব্রিফিংয়ে ঘটনার বর্ণনা দিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এস এম মুরাদ আলি জানান, গত ২১ আগস্ট বিকাল অনুমান ৩ টার দিকে বানিয়াচং এর ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের রিক্সা চালকের স্ত্রী ৬ বছরের শিশু কন্যাকে ঘরে রেখে পুকুরে বাসন মাজতে যান। এ সময় পাশের ঘরের বাসিন্দা মোতাহের মিয়ার ছেলে অলিম মিয়া (১৭) ফুসলিয়ে মেয়েটিকে তাদের ঘরে নিয়ে যায়। এ সময় অলিদ একাই ঘরে অবস্থান করছিল। মেয়েটিকে ঘরে নিয়ে অলিদ জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির শোর চিৎকার শুনে তার মাতা ও ভাই আসামীর ঘর থেকে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে। খবর পেয়ে রিকশা চালক পিতা বাড়ি এসে মেয়েকে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য মেয়েটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ সুপার এস এম মুরাদ আলি হবিগঞ্জ সদর হাসপাতালে শিশু কন্যার চিকিৎসার খোঁজখবর নেন এবং ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
এ ঘটনায় ধর্ষিতার পিতা বানিয়াচং থানায় ধর্ষক অলিম মিয়াকে আসামী করে মামলা দায়ের করেন।
উক্ত মামলার একমাত্র আসামী ধর্ষক অলিম মিয়া ঘটনার পরপরই পালিয়ে যায়। ঘটনার গুরুত্ব অনুধাবন করে পুলিশ সুপারের দিক নিদের্শনায় ও অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেলের তদারকিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশ প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যেই ধর্ষক অলিমকে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা বিরাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ গ্রেফতারকৃত অলিম ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।