লন্ডন প্রতিনিধি ॥ গতকাল ইংল্যান্ডের লুটন শহরের ঐতিহ্যবাহী সংগঠন হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে এর উদ্যোগে সামার হলিডে পিকনিকের আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টা হান্নান চৌধুরী, উপদেষ্টা সৈয়দ আনোয়ার হোসেন, সভাপতি ফজিলত আলী খান, সিনিয়র সহ-সভাপতি মান্নান চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ দেলোয়ার, আব্দুল হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী হিরো, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল আলম সজল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্বাস, ক্রীড়া সম্পাদক সুলেমান চৌধুরী, সদস্য জাকারিয়া আহমেদ, সাইফুল ইসলাম জুনেদ চৌধুরী, খোকন মিয়া নেতৃবৃন্দের প্রচেষ্টায় প্রানবন্ত এই পিকনিক হবিগঞ্জবাসীগনকে প্রানচাঞ্চল্য করে তোলে। সকাল ১০ টায় পূর্ব নির্ধারিত সময়ে লুটন শাহজালাল মসজিদের পাশে কোচ চলে আসে, এরই মধ্যে আস্তে আস্তে সবাই জড়ো হতে থাকেন। সভাপতি ফজিলত আলী খান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী হিরু এর উষ্ণ অভ্যার্থনার পর সবাই কোচে উঠে নিজ নিজ আসন গ্রহন করেন। তারপর ঐতিহাসিক পোর্টস্ মাউথ সী বীচ এর উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। যাত্রা শুরুতেই যুগ্ম সম্পাদক শফিউল সজল ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্বাস পরিবেশন করেন সকালের নাস্তা। প্রায় দুঘন্টা পর পোর্টস্মাউথ সী বিচে পৌছে। সবাই আনন্দ চিত্তে কোচ থেকে নেমে বীচে চলে যান। এরই মধ্যে সভাপতি ফজিলত আলী খান সবাইকে দুপুরের খাবারের আহবান জানান, সবাই একসাথে হৈ হোল্লোর করে নিধারুন পরিবেশে খাবার খেয়ে দলবদ্ধ ভাবে ঘোরাফেরা করেন। মহামারী করোনার ফলে বহুদিন পর এমন একটি অনুষ্ঠান সবাই মহানন্দে উপভোগ করেন। এরই মধ্যে পোর্টস্মাউথ এর বাসিন্দা সাবেক ছাত্রনেতা এনামুর রহমান চৌধুরী রানা এসে যোগদেন, এবং তার আতিথেয়তায় সবাই মুগ্ধ হন। হবিগঞ্জের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন জীবন সংকেত নাট্যগোষ্টীর আন্তর্জাতিক সম্পাদক মারুফ চৌধুরী, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের সভাপতি এ রহমান অলি, যুবনেতা আলামিন মিয়ার অংশগ্রহন ছিল বারতি আনন্দ। কিছুদিন পূর্বে হবিগঞ্জে অক্সিজেন সংকট দেখা দিলে হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে ১১টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মানুষের সেবায় এগিয়ে আসে, যা বর্তমানে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতাল থেকে পরিচালিত হচ্ছে। অসহায় মানুষের সাহায্য এবং সামার হলিডে পিকনিক দুইয়ে মিলে সংগঠনের সবাইকে গতিশীল করে তুলবে বলে কর্মকর্তাদের বিশ্বাস। পরিশেষে পুরু একটি দিনকে আনন্দানুষ্ঠানের মাধ্যমে হবিগঞ্জী মিলন মেলায়। পরিনত করে সবাই ঘরে ফেরেন এবং সংগঠনের সকল কর্মকর্তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।