বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গের হাওর থেকে আখিয়া বেগম (৮০) নামে এক বৃদ্ধা মহিলার লাশ পুলিশ উদ্ধার করেছে। তিনি সুজাতপুর গ্রামের মস্তু মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২৪ আগস্ট সকালে স্থানীয় লোকজন আখিয়া বেগম এর মৃতদেহ হাওরে দেখতে পান। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হুসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বৃদ্ধা মহিলার লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় এক আতংক বিরাজ করছে।