নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম এর প থেকে অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ আগষ্ট) ২ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে, রেঞ্জ কমান্ডার, নুরুল হাসান ফরিদী ও জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ এর তত্বাবধানে এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আউয়াল এর সভাপতিত্বে খাদ্য বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ। পরে ৬০ জন অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ এবং সাবান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি দলনেতা, দলনেত্রী, কমান্ডার, সদস্য -সদস্যরা প্রমুখ।