স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে চালককে জিম্মি করে সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি রহস্যজনক বলে অনেকে মনে করছেন। গত শনিবার সন্ধ্যে সোয়া টার দিকে ওই সড়কের বেবিটেকা বাজারের অদুরে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। সিএনজির মালিক হচ্ছেন-নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের দেবপাড়া গ্রামের নিজাম উদ্দিন। এর চালক ছিলেন একই এলাকার বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের করচা গ্রামের শাহানুর মিয়া।
চালক শাহানুর জানায়, ওই দিন নবীগঞ্জ থেকে ৩ যাত্রী হবিগঞ্জ সদর উপজেলার বেকিটেকা যাওয়ার জন্য ৫০০ টাকায় সিএনজিটি (হবিগঞ্জ-থ-১১-০৭৬৬) রিজার্ভ করেন। ৩ যাত্রীর মধ্যে চালক শাহানুরের সাথে শায়েস্তাগঞ্জের সোহেল নামে একজন পরিচিত ছিল। সন্ধ্যে সোয়া ৭টার দিকে সিএনজিটি বেকিটেকা বাজারের কাছে পৌছুলে যাত্রীরা শাহানুরকে জিম্মি করে ২জনে তাকে হাওরের দিকে নিয়ে যায়। অপরজনে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়। এদিকে শাহানুরকে ২ঘন্টা হাওরে আটকে রেখে তাকে ফেলে ছিনতাইকারীরা চলে আসে। পরে শাহানুর রাত ১২ টার দিকে হাওর থেকে সড়কে উঠে হাটতে থাকে। এ সময় টহল পুলিশের সন্দেহ হলে শাহানুরকে আটক করে। এ সময় শাহানুর সিএনজি ছিনতাইয়ের ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ মালিক নিজাম উদ্দিনকে খবর দেয়। নিজাম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে শাহানুরকে নিজ জিম্মায় নিয়ে আসেন। চালকের কাছ থেকে ছিনতাইকারীরা টাকা পয়সা বা মোবাইল ফোনটি নেয়নি বলে জানা গেছে। ঘটনাটি অনেকেই রহস্যজনক বলে মনে করছেন।