স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহির এমপি’বলেছেন, আওয়ামী লীগ সরকার ছাড়া বিগত কোন সরকার সাংবাদিকদের এ ধরনের আর্থিক সহযোগিতা প্রদান করে নাই। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও সম্ভাবনাময় সংবাদ তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি। হবিগঞ্জ শহরের আধুনিক স্টেডিয়ামের পাশে ময়লা ফেলা নিয়ে পৌরসভার ক্রয়করা জমিতে কাদের জন্য ডাম্পিং ষ্টেশন করা যাচ্ছেনা অনুসন্ধান করে তা জনগনের কাছে তুলে ধরারও আহবান জানান তিনি। গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনাকালীন সময়ে জেলায় কর্মরত সংবাদ কর্মীদের মাঝে বিশেষ আর্থিক সহযোগীতার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। হবিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক ইসরাত জাহান এর সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাষ্টে বিপুল পরিমান টাকা প্রদান করেছেন। দ্বিতীয় পর্যায়ে এ আর্থিক সহযোগীতা করায় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের সল্প পরিমান আর্থিক সহযোগিতা প্রদান করেছি। আমি আশা করি সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের এ কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিষেশ অতিথি পুলিশ সুপার এস এম মুরাদ আলি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে এবং সঠিক তথ্য দিয়ে হবিগঞ্জের আইনশৃংখলা ভাল রাখার কাজে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, ক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা তথ্য অফিসার পবন চৌধুরী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী ও টিভি জার্নালিস্ট সভাপতি শাকিল চৌধুরী। অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সামসুউদ্দিন রেজা, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য শফিকুল আলম চৌধুরী, প্রদীপ দাস সাগর, মঈন উদ্দিন আহমেদ, আব্দুর রউফ সেলিম, জাকারিয়া চৌধুরী, এমদাদুল ইসলাম সোহেল, ফয়সল চৌধুরী, মোঃ ছানু মিয়া, আশরাফুল ইসলাম কহিনুর, মোশাহিদ আলম, মুজিবুর রহমান, মো. কাউছার আহমেদ, মো. সাইফুর রহমান তারেক, মো. আজহারুল ইসলাম মুরাদ, মোহাম্মদ নায়েব হোসাইন উপস্থিত ছিলেন। পরে করোনাকালীন সময়ে ৩১ জন সংবাদ কর্মীর মধ্যে ১০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহযোগীতার চেক তুলে দেয়া হয়।