ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ৮১ পিছ ইয়াবাসহ মাহিদুল ইসলাম মাহিদ (৩০) নামের যুবককে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৩ আগস্ট) আদলতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে (২২ আগস্ট) রবিবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহিদ নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মোঃ নজির মিয়ার পুত্র। পুলিশ জানায়, গত রবিবার রাত পৌনে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই অমিতাভের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা এলাকার নোয়াপাড়া গ্রামের রাস্তার মুখে অভিযান চালিয়ে মাহিদকে ৮১ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃত মাহিদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাহিদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।