স্টাফ রিপোর্টার ॥ সর্ব ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদ নর্থওয়েষ্ট রিজিয়নের উদ্যোগে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ, জ্বালানী ও খণিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডঃ মোঃ আবু জাহিরকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। ইংল্যান্ডের ম্যানচেষ্টারের লংসাইট এর স্কুল হল স্লেইড লেইন (গ১৩০এখ) এ আজ ২৩ জুন ইংল্যান্ড সময় সন্ধ্যা ৬টায় এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সর্ব ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদ নর্থওয়েষ্ট রিজিয়নের সভাপতি আব্দুল মন্নান মনাফ, সিনিয়র সহ সভাপতি ড. মোঃ শাহনেওয়াজ, সেক্রেটারী সাব্বির আহমেদ ও নির্বাহী সদস্য জামাল উদ্দিন কাওসার সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।