নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মরহুম দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের উদ্যোগে ২৩ আগস্ট সোমবার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা মহামারীতে নবীগঞ্জবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার ও উন্নতমানের এন ৯৫ মাস্ক ও সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়। সিলেটের সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্যে প্রবাসী শিহাব খান ও মৌলভীবাজারের যুক্তরাজ্যে প্রবাসী মুত্তাকিন আলী মিসবাহ এর অর্থায়নে এবংআওয়ামীলীগ নেতা গাজী মোহাম্মদ আশফাক নাহেদের সার্বিক তত্ত্বাবধায়নে এ বিতরন অনুষ্ঠান সম্পন্ন করা হয়। দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহিতুর রহমান রনি’র সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি ওহি দেওয়ান চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, শাহ্ রিজভী আহমেদ খালেদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা শাহ্ শহিদ আলী, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস ছালাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামীলীগের সদস্য এটিএম রুবেল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, উপজেলা যুবলীগ নেতা দিব্যেন্দু ধর দিপন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি পিন্টু রায়, ডাঃ ইমরান আহমেদ, ইউপি সদস্য সামছুন্নাহার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমান, মাওঃ খালেদ, কলেজ ছাত্রলীগের সাজু আহমেদ হৃদয়, আমিনুল ইসলাম প্রমুখ। অতিথবৃন্দ দেশের করোনা মহামারীকালীন সময়ে প্রবাসীদের মত অন্যান্য বৃত্তবান ও প্রবাসীদেরও সংকট মোকাবেলায় সহযোগীতার হাত প্রসারিত করার আহবান জানান।