শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

মজলিশপুরে ব্যবসায়ীর বাড়িতে প্রতিপক্ষের হামলায় আহত ৮

  • আপডেট টাইম রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর (রজবপুর) গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে অতর্কিত ভাবে হামলার চালিয়ে প্রতিপক্ষের লোকজন। হামলায় ব্যবসায়ী সাইদুর রহমানসহ তার পরিবারের ৮ সদস্য আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা প্রদান করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। স্থানীয় এলাকাবাসী ও আহতদের সূত্র জানায়, গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে ওই গ্রামের মরহুম চেরাগ আলীর ছেলে ব্যবসায়ী সাইদুরসহ অন্যান্য ভাইয়েরা তাদের ঘরের ভিতরে বিশ্রাম নিচিছলেন। এ সময় একই গ্রামের তাদের প্রতিপক্ষ লোকজন দলবল নিয়ে সাইদুরের বাড়িতে হামলা চালায়। এ সময় সাইদুরের পরিবারের সদস্যরা চিৎকার করলে তাদের আত্মীয় স্বজনসহ এলাকার লোকজন এসে তাদের ধাওয়া করে এবং তাদের গণধোলাই দেয়। তাদের গণধোলাই খেয়ে তারা পালিয়ে যায়।
তবে এই হামলায় সাইদুর তার ভাই ইকবাল মাহমুদ লেচু, আবিদুর রহমান, মুজিবুর রহমান, আব্দুল আজিজ, আব্দুল আহাদ, বিজয়, নজরুল ইসলাম আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনার সংবাদ পেয়ে হবিগঞ্জ চৌধুরী বাজার ফাঁড়ির একদল পুলিশ ঘটনারস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে ব্যবসায়ী সাইদুর রহমান জানান, হামলাকারীরা চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। শুধু ডাকাতির মামলাই নয়, হত্যা ও ধর্ষণের মামলাও রয়েছে। এসব মামলার পলাতক আসামী হামলাকারীরা। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com