স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শিক্ষক সমিতির সভাপতি ও আঞ্জুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আল্লামা মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী সিলেট বিভাগে শ্রেষ্ট ইমাম নির্বাচিত হয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ শ্রেষ্টত্ব প্রদান করা হয়। এর আগে হবিগঞ্জ সদর উপজেলা ও পরবর্তীতে জেলা পর্যায়ে শ্রেষ্ট ইমাম নির্বাচিত হন দেশ বরেন্য আলেমে দ্বীন আল্লামা মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী। আগামীতে তিনি জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করবেন। তিনি তাঁর সফলতার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।