স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার হরিণাকোনা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের গিরিন্দ্র সরকারের সাথে একই গ্রামের অধির সরকারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় গিরিন্দ্র, প্রজেন্দ্র, পরিন্দ্র, শচীন্দ্র, আরতি, সায়তি, সুপ্রভা, অধির, বাদল ও জহুর লাল সরকারকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়।