স্টাফ রিপোর্টার ॥ খেলতে গিয়ে দুই শিশু পুকুরের পানিতে পড়ে তলিয়ে গিয়েছে। এর মধ্যে সায়নী (১১) নামেন এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশু সৃষ্টি গাইন (১০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত সায়নী শহরের আহসানিয়া মিশন এলাকার ব্যবসায়ী শংকরের কন্যা। তারা দুইজনই শহরের পিটিআই স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। শিশু সৃষ্টি একই এলাকার প্রদীপ গাইনের কন্যা। গতকাল শনিবার সকালে আহছানিয়া মিশন এলাকার একটি পুকুরে খেলতে গিয়েছিল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সায়নীকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলী জানান, সায়নী ও সৃষ্টি তারা তাদের বাসার পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় খেলতে খেলতে তারা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সায়নী নামের ওই শিশুকে মৃত ঘোষণা করেন। অপর শিশু সৃষ্টিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।