নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সরকারীভাবে গৃহহীনদের মাঝে প্রদানকৃত গৃহ কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দরকান্দি আশ্রয়ন প্রকল্পে বৃক্ষ রোপন করা হয়েছে। গত ২০ আগষ্ট শুক্রবার সকালে ঐ এলাকার ৩৩ টি ঘরের মাঝে নতুন ভুমিতে বিভিন্ন ফলজ শতাধিক গাছ রোপন করা হয়েছে। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল এবং সাধারন সম্পাদক মোঃ সেলিম তালুকদারের সার্বিক তত্ত্ববধানে বৃক্ষরোপন কার্যক্রমে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি এটি এম সালাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, সদস্য মোজাহিদ আলম চৌধুরী, মান্দার কান্দি প্রাইমারী স্কুলের এসএমসির সহ-সভাপতি অঞ্জন পুরকায়াস্থ, স্বাস্থ্য সহকারী পরিমল মালাকার, রাজরানী সুভাষনী স্কুল কমিটির সদস্য ফরহাদ আহমদ পাঠান, এস এম এ দুলাল সরকারসহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ পেয়ে সরকারীভাবে আশ্রয়ন প্রকল্পের ঘরের বসবাসকারীরা সন্তোষ্টী প্রকাশ করছেন।