প্রেস বিজ্ঞপ্তি ॥ রোটারিয়ান অ্যাডভোকেট কনক জ্যোতি সেন রাজু’র বাবা কেতকী রঞ্জন সেনগুপ্ত দুলাল ও রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর সাবেক প্রেসিডেন্ট তাকাম্মুল হোসেন কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রোটারী ক্লাব অব হবিগঞ্জ। শনিবার সন্ধ্যায় ক্লাব প্রেসিডেন্ট প্রদীপ দাশ সাগরের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত নিয়মিত পাক্ষিক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চার্টার প্রেসিডেন্ট শহীদ উদ্দিন চৌধুরী, ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর পাস্ট প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সেলিম, পিপি রেজাউল মোহিত খান, পিপি বাদল কুমার রায়, পিপি মোদারিছ আলী টেনু, অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, প্রশান্ত কুমার দাশ, শুভজিত দেব শাওন, শেখ জামাল মিয়া প্রমূখ। সভায় বক্তারা প্রয়াতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। গত ১৬ আগস্ট সন্ধ্যায় কেতকী রঞ্জন সেনগুপ্ত দুলাল এবং ১০ আগস্ট ভোরে তকাম্মুল হোসেন কামাল সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।