স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ থেকে ১ কেজি গাঁজাসহ তাহির মিয়া (৫৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। সে ওই গ্রামের মৃত দেওয়ান আলীর পুত্র। গতকাল বৃহস্পতিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাহির মিয়ার ঘরে অভিযান চালিয়ে উল্লেখিত মাদক উদ্ধার করে। এ সময় তাকেও আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। রাতেই তাকে সদর থানায় প্রেরণ করা হয়।