স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে এর সৌজন্যে হবিগঞ্জে বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। হবিগঞ্জে জেলা প্রশাসক ইশরাত জাহান গতকাল মঙ্গলবার এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী। বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, সাবেক ইউপি চেয়ারমান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোবাশ্বির আলী, বানিয়াচং ইলিয়াছ একাডেমির প্রিন্সিপাল হেমায়েত আলী খান, নবীগঞ্জ নয় মৌজা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল হাদী চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মীর জিয়াউল হক জিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির ও সৈয়দ এখলাছুর রহমান খোকন, জেলা সাংবাদিক ফোরাম সভাপতি ইমদাদুল ইসলাম সোহেল, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুদ্দীন, সাবেক সভাপতি আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ, শরীফ চৌধুরী, এস এম সুরুজ আলী, দৈনিক বিজয়ের প্রতিধ্বনী সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী রতন, সাপ্তাহিক সত্যের সংবাদের সম্পাদক মোঃ নায়েব হোসাইন, সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন, সহিবুর রহমান, শেখ সাহাউর রহমান বেলাল, সাইফুর রহমান তারেক, শাহ আলম, সৈয়দ মশিউর রহমান, মীর আব্দুল কাদির, জুয়েল চৌধুরী, শাহ মামুন প্রমুখ।
উল্লেখ্য, ইংল্যান্ডের লুটন শহরে বসবাসরত হবিগঞ্জ জেলাবাসীর উদ্যোগে সামাজিক সংগঠন “হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে” গঠন করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ হলেন প্রধান উপদেষ্টা হান্নান চৌধুরী, উপদেষ্টা সৈয়দ আনোয়ার হোসেন, সভাপতি ফজিলত আলী খান, সিনিয়র সহ-সভাপতি মান্নান চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ দেলওয়ার, সহ-সভাপতি আব্দুল হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী হিরো, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল আলম সজল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্বাস, ক্রীড়া সম্পাদক সুলেমান চৌধুরী, সদস্য জাকারিয়া আহমেদ, সাইফুল ইসলাম জুনেদ চৌধুরী, খোকন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান মানবতার সেবায় এগিয়ে আসায় হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে এর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।